নিজস্ব প্রতিবেদক।
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আগামী ৭ জুন (শনিবার) রাজধানীবাসীর জন্য একদিনের জন্য বন্ধ থাকবে মেট্রোরেল চলাচল। এ তথ্য নিশ্চিত করেছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঈদের দিন মেট্রোরেল চলাচল বন্ধ থাকবে, তবে ঈদের পরদিন ৮ জুন (রবিবার) থেকে পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী ট্রেন চলবে।
ডিএমটিসিএলের পরিচালক (প্রশাসন) এ কে এম খায়রুল আমিন স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, “পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ৭ জুন শনিবার মেট্রোরেল চলাচল বন্ধ থাকবে। তবে ৮ জুন রবিবার সকাল ৮টা থেকে ট্রেন চলাচল পুনরায় শুরু হবে।”
রাজধানীর যানজট নিরসনে মেট্রোরেল একটি যুগান্তকারী অবদান রাখছে। প্রতিদিন হাজারো যাত্রী অফিস, শিক্ষাপ্রতিষ্ঠান ও জরুরি কাজে মেট্রোরেল ব্যবহার করেন। ঈদের দিন মেট্রোরেল বন্ধ থাকায় নাগরিকদের মধ্যে সাময়িক অসুবিধা হতে পারে, তবে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দ উদযাপনকে কেন্দ্র করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
যাত্রীদের প্রস্তুতির আহ্বান
ঈদের সময় মানুষ রাজধানী ছেড়ে গ্রামের বাড়িতে চলে যায়। তাই ৭ জুন ট্রেন বন্ধ থাকার কারণে সাধারণ যাত্রীদের বিকল্প পরিবহন ব্যবস্থার বিষয়ে প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছে ডিএমটিসিএল। বিশেষ করে যেসব যাত্রী ঈদের দিন ঢাকায় থাকবেন এবং জরুরি প্রয়োজনে বের হবেন, তাদের আগেভাগে পরিকল্পনা করার পরামর্শ দেওয়া হয়েছে।
একজন নিয়মিত যাত্রী রুবেল হোসেন বলেন, “মেট্রোরেল এখন আমাদের নিত্যদিনের অংশ হয়ে গেছে। তবে ঈদের মতো বিশেষ দিনে এর বন্ধ থাকাটা যুক্তিসংগত। আমরা আগেভাগেই অন্য পরিবহনের ব্যবস্থা নেব।”
নিরাপত্তা ও রক্ষণাবেক্ষণ কাজও চলবে
সূত্র জানায়, ঈদের দিন মেট্রোরেল চলাচল বন্ধ থাকলেও সিস্টেমের নিয়মিত রক্ষণাবেক্ষণ ও নিরাপত্তা তদারকি কাজ চলবে। এই দিনটিতে স্টেশন ও লাইন চেকিং, সিগন্যাল সিস্টেম মনিটরিংসহ অন্যান্য প্রযুক্তিগত বিষয়গুলো পর্যালোচনা করা হয়।
ডিএমটিসিএলের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, “ঈদের দিনে ট্রেন চলাচল বন্ধ রাখার মধ্যে দিয়ে আমরা মূলত সিস্টেম চেকিং ও সেফটি ইনসপেকশন চালিয়ে থাকি। যাত্রীবাহী ট্রেন না চলায় এই কাজগুলো দ্রুত ও নিরাপদভাবে করা সম্ভব হয়।”
ভবিষ্যতের পরিকল্পনা
মেট্রোরেল সেবার পরিধি আরও বাড়াতে এবং ঢাকা মহানগরীর অন্যান্য অঞ্চলেও এই সেবা পৌঁছে দিতে সরকার ইতোমধ্যে নতুন রুট সম্প্রসারণের উদ্যোগ নিয়েছে। ২০২৬ সালের মধ্যে উত্তরা থেকে কামরাঙ্গীরচর পর্যন্ত মেট্রোরেল চালু করার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি যাত্রাবাড়ী, মিরপুর ও নারায়ণগঞ্জের দিকেও নতুন রুট নির্মাণের বিষয়ে সম্ভাব্যতা যাচাইয়ের কাজ চলছে।
ঢাকাবাসীর যাতায়াতকে দ্রুত, আধুনিক ও সাশ্রয়ী করার লক্ষ্যে মেট্রোরেল এক যুগান্তকারী পরিবর্তন এনেছে। ঈদের দিন সেবাটি সাময়িক বন্ধ থাকলেও পরবর্তী দিন থেকেই যাত্রীরা আগের মতোই স্বাচ্ছন্দ্যে মেট্রোরেল ব্যবহার করতে পারবেন।
Leave a Reply