ফজলে রাব্বী হৃদয়, রংপুর প্রতিনিধি:
রংপুরের নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল আহসান বলেছেন, ‘উপজেলার সার্বিক উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, আইনশৃঙ্খলা ও সামাজিক স্থিতিশীলতা নিশ্চিত করতে প্রশাসনের পাশাপাশি জনপ্রতিনিধি ও সকল শ্রেণির মানুষের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। তিনি জনগণের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দিতে জেলা প্রশাসনের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।’
রবিবার (৭ ডিসেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদ মাল্টিপারপাস অডিটোরিয়ামে উপজেলা প্রশাসনের আয়োজনে গঙ্গাচড়া উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
সভায় উপজেলার সরকারি দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, রাজনৈতিক নেতৃবৃন্দ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি ও স্থানীয় সাংবাদিকরা অংশ নেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ জেসমিন আক্তার গঙ্গাচড়ার সমস্যা, সম্ভাবনা ও উন্নয়নগত প্রয়োজন তুলে ধরে জেলা প্রশাসকের প্রয়োজনীয় হস্তক্ষেপ কামনা করেন। জেলা প্রশাসক সকল প্রস্তাব মনোযোগ দিয়ে শুনে যথাযথ সমাধানের আশ্বাস দেন।
এর আগে উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে ১২ জন প্রতিবন্ধী ব্যক্তিকে হুইলচেয়ার বিতরণ করেন জেলা প্রশাসক।