এম এ কাহার বকুল, ক্রাইম এডিশন:
পুষ্টি কার্যক্রমের সমন্বয় জোরদার ও নগর পর্যায়ে টেকসই উন্নয়ন পরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে রংপুর সিটি কর্পোরেশনে অনুষ্ঠিত হয়েছে সিটি লেভেল মাল্টিসেক্টরাল নিউট্রিশন কো-অর্ডিনেশন কমিটির (সিএলএমএনসিসি) ত্রৈমাসিক সভা।
রংপুর সিটি কর্পোরেশনের আয়োজনে ও নাইস প্রকল্পের সহযোগিতায় সোমবার (২২ ডিসেম্বর ২০২৫) রংপুর সিটি কর্পোরেশনের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান, পুষ্টি বিশেষায়িত সংস্থা, সুশীল সমাজ, যুব ও ছাত্র প্রতিনিধি মিলিয়ে মোট ৪৫ জন সদস্য অংশগ্রহণ করেন।
সভায় সভাপতিত্ব করেন রংপুর সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসক মোহা: আশরাফুল ইসলাম, উপস্থিত ছিলেন প্রধান নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত) ও প্রকল্পের ফোকাল পারসন রাকিব হাসান। স্বাগত বক্তব্য রাখেন নাইস প্রকল্প, এসএএফ বাংলাদেশ-এর প্রজেক্ট ম্যানেজার মোশফেকুল আলম তালুকদার।
সভায় নাইস প্রকল্পের প্রথম পর্যায়ের কার্যক্রম, অর্জন ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন সাফ বাংলাদেশ-এর নাইস প্রকল্পের নিউট্রিশন স্পেশালিস্ট নুসরাত আলম বিভা। উপস্থাপনায় তিনি জানান, নাইস প্রকল্পের মাধ্যমে গত চার বছরে রংপুর জেলায় পুষ্টি সচেতনতার পাশাপাশি এগ্রোইকোলজিক্যাল পদ্ধতিতে উৎপাদন, চাহিদা ও সরবরাহ ব্যবস্থায় উল্লেখযোগ্য ইতিবাচক পরিবর্তন এসেছে। এ সময় তিনি সিটি কর্পোরেশনের এক বছরের পুষ্টি কার্যক্রমের কর্মপরিকল্পনা প্রণয়নে সদস্যদের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে একটি বিশেষ সেশনও পরিচালনা করেন।
সভায় আরও উপস্থিত ছিলেন রংপুর সিটি কর্পোরেশনের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক, সিভিল সার্জন অফিসের প্রতিনিধি, জেলা নিরাপদ খাদ্য অফিসার, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক এবং জেলা মৎস্য কর্মকর্তা, সাংবাদিক, স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয় ছাত্রছাত্রীসহ বিভিন্ন এনজিও প্রতিনিধিবৃন্দ ।
প্রধান অতিথির বক্তব্যে রংপুর সিটি কর্পোরেশনের প্রশাসক (যুগ্ম-সচিব) মোহা. আশরাফুল ইসলাম বলেন, প্রণীত কর্মপরিকল্পনা অনুযায়ী নিজ নিজ দায়িত্ব থেকে সবাইকে কাজ করতে হবে। প্রয়োজনে অন্যান্য প্রতিষ্ঠান ও সংস্থার সহযোগিতা নিতে হবে। পুষ্টি কার্যক্রম বাস্তবায়নে রংপুর সিটি কর্পোরেশনের সমন্বয় জোরদার করতে হবে—রংপুর সিটি কর্পোরেশন সবসময় সহযোগিতার জন্য প্রস্তুত।”
শেষে সভার সমাপ্তি ঘোষণা করা হয়। সভাটি সঞ্চালনা করেন প্রত্যয় চ্যাটার্জ্জী, প্রজেক্ট কো-অর্ডিনেটর, নাইস প্রকল্প, ইএসডিও রংপুর।